আন্তর্জাতিক ডেস্ক:
জার্মানির পারচিম শহরের একটি মসজিদে নামাজ আদায় করতে এসে মুসল্লিরা দেখতে পান যে মসজিদে ঢোকার দরজা দেয়াল তুলে বন্ধ করে দেয়া হয়েছে। কংক্রিটের স্ল্যাব এবং সিমেন্টের গাঁথুনি দিয়ে রাতারাতি এ দেয়াল তোলা হয়েছে।
এ ছাড়া, নতুন তোলা দেয়ালে ইসলাম বিরোধী শ্লোগান লেখা পোস্টার লাগিয়ে দেয়া হয়েছে। জার্মানির মেকক্লেনবার্গ-ভোরপোমের্ন প্রদেশের এ মসজিদের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয় দফা উগ্রবর্ণবাদী হামলা হলো।
মসজিদের দেয়ালে ইসলাম বিরোধী যে সব পোস্টার লাগানো হয়েছিল তার একটিতে লেখা ছিল, তোমরা নিজেদের বিশ্বাসী বলে দাবি করো কিন্তু আমরা তোমাদের আগ্রাসী হিসেবে মনে করি।
এদিকে দ্বিতীয় দফা হামলার খবর ছড়িয়ে পড়ার পর মুসলমানদের প্রতি সংহতি ঘোষণা করে হাতে লেখা পোস্টার লাগানো হয় মসজিদের দেয়ালে। এতে নতুন তোলা দেয়াল ভেঙ্গে ফেলার আহ্বান জানানো হয়। এ ছাড়া, মুসল্লিদের আতংকিত না হওয়ার এবং দৃঢ়তা বজায় রাখার আহ্বানও জানানো হয়।
জার্মান পুলিশ দেয়াল তোলার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।