নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে ভ্রমণকারীরদের জন্য ব্রিটেন ফের নতুন সতর্কতা দিয়েছে। বলা হয়েছে, বাংলাদেশে আরও সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি রয়েছে। বিদেশীদের টার্গেট করা হতে পারে।
এ ছাড়া শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানন্দরের নিরাপত্তার মান সম্পকে বলা হয়েছে, এখনও আন্তর্জাতিক নিরাপত্তার মানদন্ড সেখানে পূরণ করা হয় নি। ৩০শে আগস্ট সরকারি ওয়েবসাইটে ওই সতর্কতা আপডেট করা হয়।
এতে বলা হয়, আজ সারাদেশে সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে। এ সময়ে প্রতিবাদ বিক্ষোভ সহিংস হয়ে উঠার বড় ঝুঁকি আছে। এমন অবস্থা সৃষ্টি হতে পারে সুপ্রিম কোর্ট এলাকা সহ ঢাকার কেন্দ্রীয় অন্যান্য অঞ্চলে।
এ ছাড়া প্রতিবাদ বিক্ষোভ হতে পারে দেশে অন্য স্থানগুলোতে। তাই নাগরিকদের সতর্ক করে ওই বিবৃতিতে বলা হয়েছে, আপনাদেরকে পূর্ব সতর্কতা অবলম্বন করা উচিত। এড়িয়ে চলা উচিত প্রকাশ্য স্থানগুলো।
বিবৃতিতে ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার মান নিয়ে কথা বলা হয়েছে। বলা হয়েছে, সেকানে আন্তর্জাতিক নিরাপত্তার অনেক মানদন্ড এখনও মিটানো হয় নি।