নিজস্ব প্রতিবেদক :
গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় ইসলামিক স্টেটের (আইএস) প্রধান মুখপাত্র আবু মোহাম্মদ আল আদনানি ‘গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী’ ছিলেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার সিরিয়ায় আদনানির নিহত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র পিটার কুক। খবর এএফপির।
পিটার কুক বলেন, আদনানি কেবল আইএসের মুখপাত্র ছিলেন না, তিনি এর থেকেও অনেক বড় দায়িত্বে ছিলেন। গত কয়েক বছরে প্যারিসে হামলা, ব্রাসেলসে হামলা, বাংলাদেশে রেস্তোরাঁয় হামলা, তুরস্কের ইস্তাম্বুলে জঙ্গি হামলা, আঙ্কারায় সমাবেশে হামলা এবং মিসরের সিনাই এলাকায় রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আদনানি। আদনানির বিষয়ে তথ্যদানকারীর জন্য ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করেছিল মার্কিন সরকার।
এর আগে গত ১ জুলাই গুলশানের আর্টিসান হোটেলে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হয়। সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টে নিহত হয় হামলাকারী ৬ জঙ্গিও।