স্পোর্টস ডেস্ক :
নিষেধাজ্ঞা থেকে ফিরে বল হাতে খুব অহমারী নৈপুণ্য দেখাতে পারছেন না মোহাম্মদ আমির। তবে অন্যদিক দিয়ে কয়েকটি বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন পাকিস্তানের এ পেসার।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়েন। ১১ নম্বরে ব্যাটে নেমে তিনি ২৮ বলে করেন ৫৮ রান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ১১ নম্বরে ব্যাটে প্রথম ফিফটির ঘটনা এটি।
এছাড়া আরো একটি বিশ্বরেকর্ড এখন আমিরের নামের পাশে। যে রেকর্ডটা তিনি গড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে শেষ টেস্টে।
২০০৯ সালে টেস্ট অভিষেকের পর ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে এ বছর ফের টেস্টে ফিরেছেন তিনি। পাকিস্তানের হয়ে এ পর্যন্ত খেলেছে ১৮ টেস্ট।
অবাক করা কথা হলো- অভিষেক টেস্ট এখন পর্যন্ত তিনি একটি ক্যাচও ধরেননি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে অভিষেকের পর এত বেশি ম্যাচ কেউ ক্যাচহীন থাকেননি। এর আগে অভিষেকের পর সর্বোচ্চ টানা ১৬ টেস্ট ক্যাচহীন থাকার রেকর্ড ছিল জিওফ পলার। ইংল্যান্ডের সাবেক এ ওপেনার ১৯৫৯ সালে অভিষেকের পর এই ক্যাচহীনতার রেকর্ড গড়েন। তার এই ক্যাচ-খরা কাটে ১৯৬১ সালে পাকিস্তানের বিপক্ষে। লর্ডসে মুশতাক মোহাম্মদের ক্যাচ ধরে তিনি ক্যাচ-খরা কাটান।
কিন্তু এখন তারচেয়ে দুই ম্যাচ বেশি ম্যাচ খেলেও কোনো ক্যাচ নেই মোহাম্মদ আমিরের। সেই ধারা আরো লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে।
ক্যারিয়ারের যে কোনো পর্যায়ে ক্যাচহীন থাকার রেকর্ড আরো লম্বা। অস্ট্রেলিয়ার পেসার পিটার সিডলের দখলে এখন এটি। টেস্টে তিনি সর্বশেষ ২০১৩ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের ক্যাচ নেন। এরপর টানা ২৪ টেস্ট তিনি ক্যাচহীন। এত বেশি টেস্টে ক্যাচ না ধারার রেকর্ড টেস্ট ক্রিকেটে নেই। সিডল এখনো খেলে চলেছেন। এই রেকর্ড আরো লম্বা হওয়ার সম্ভাবনা রয়ে গেছে।
এর আগে সর্বোচ্চ টানা ২৩ ম্যাচ ক্যাচহীন থাকার রেকর্ড ছিল ইংল্যান্ডের সাবেক ওপেনার পিটার রিচার্ডসনের। ১৯৫৬ সালে হেডিংলিতে ক্যারিয়ারের তৃতীয় টেস্টে তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক ইয়ান জনসনের ক্যাচ ধরেন। এরপর টানা পাঁচ বছর ২৩ টেস্টে তিনি কোনো ক্যাচ নিতে পারেননি। তার ওই ক্যাচহীনতা কাটে ১৯৬২ সালে। মুম্বইয়ে ভারতের রামাকান্ত দেশাইয়ের ক্যাচ ধরলে ক্যাচহীনতার ছেদ পড়ে। তবে তার সেই রেকর্ড ভেঙে রেকর্ড আরো লম্বা করে চলেছেন অস্ট্রেলিয়ার পিটার সিডল।
টেস্ট ক্যারিয়ারের পুরোটাই কোনো ক্যাচ না ধরে অবসরে যাওয়ার রেকর্ডও আছে। এমন খেলোয়াড় আছেন তিনজন। তিনজনই ক্যারিয়ারে মাত্র ১০ টেস্ট খেলেছেন। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার ফ্লেটউড স্মিথ ১৯৩০ সালে প্রথম এই রেকর্ড গড়েন। তারপর ১৯৮৬ থেকে ১৯৯৪ সালের মধ্যে শ্রীলঙ্কার জয়ানন্দ বারনাভিরা ও ১৯৯৭ সালে ভারতের অ্যাবে কুরুভিলা ক্যারিয়ারের ১০ টেস্টে ক্যাচহীন থেকে অবসরে যান।