স্পোর্টস ডেস্ক :
আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন ডেল স্টেইন। রবিচন্দ্রন অশ্বিন ও জেমস অ্যান্ডারসনকে টপকে তৃতীয় স্থান থেকে এক লাফে শীর্ষে উঠলেন প্রোটিয়া এ পেসার।
২০১৫ সালের ডিসেম্বরের পর ফের নিজেকে শীর্ষে নিলেন তিনি। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিয়নে দুর্দান্ত বোলিং করে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন স্টেইন। কিন্তু ইনজুরির কারণে দীর্ঘদিন খেলতে না পারায় গত বছল ডিসেম্বরে শীর্ষস্থান হারান।
তার অনুপস্থিতিতে শীর্ষে উঠে যান ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফের শীর্ষে উঠলেন দক্ষিণ আফ্রিকার এ পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তিনি ৯৯ রানে নিয়েছেন ৮ উইকেট। এমন নৈপুণ্যের হাতেনাতে পুরস্কার পেলেন তিনি। টেস্টের শীর্ষ তিন বোলার স্টেইন, অ্যান্ডারসন ও অশ্বিনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৮৭৮, ৮৭০ ও ৮৫৯। টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষে আগের মতো রবিচন্দ্রন অশ্বিন ও সাকিব আল হাসান। আর দলীয় র্যাঙ্কিংয়ে সপ্তম থেকে এক লাফে পঞ্চম স্থানে উঠে গেছে আফ্রিকা। আর পঞ্চম থেকে সপ্তমে নেমে গেছে নিউজিল্যান্ড।