তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই সফল হবে না, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে।
তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্র মোকাবেলায় মুক্তিযুদ্ধের চেতনার উদ্বুদ্ধ সকল শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক আওয়ামী লীগ সরকারকে বিপাকে ফেলতে চেয়েছিল কিন্তু তারাই এখন কানাডিয়ান আদালতে দোষী প্রমাণিত হয়েছে। এ ষড়যন্ত্রের পেছনে স্বাধীনতাবিরোধী চক্রের হাত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গোপীনাথপুর আলহাজ শাহআলম ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাসান আজাদ বাদলের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউছার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. আনিছুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশীদ প্রমুখ।