আন্তর্জাতিক ডেস্ক:
উজবেক প্রেসিডেন্ট ইসলাম কারিমভের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। উজবেকিস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট নিগমাতিল্লা ইউলদাশেভের কাছে পাঠানো এক বার্তায় কারিমভের পরিবার এবং উজবেকিস্তানের সরকার ও জনগণকে শোক জানান ড. রুহানি।
শুক্রবার বিকেলে উজবেকিস্তানের সরকার ও পার্লামেন্ট এক যৌথ বিবৃতিতে কারিমভের মৃত্যুর খবর নিশ্চিত করে। এর আগে সকাল থেকে একাধিকবার কারিমভের মৃত্যুর খবর প্রচারিত হলেও সরকারের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। এরপর তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমও উজবেক প্রেসিডেন্টের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে উজবেকিস্তানের স্বাধীনতা অর্জনের ২৫তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট কারিমভের প্রকাশ্য জনসভায় ভাষণ দেয়ার কথা ছিল। কিন্তু সেদিন জানানো হয়, তার দিনের কর্মসূচি বাতিল করা হয়েছে। ৭৮ বছর বয়সি কারিমভকে মস্তিষ্কে রক্তক্ষরণের পর গত সপ্তাহের গোড়ার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
১৯৯০ সাল থেকে উজবেক প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী ইসলাম কারিমভ কখনোই নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেননি। এখন নির্বাচনের মাধ্যমে নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত উজবেকিস্তানের সিনেট প্রধান তিনমাসের অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।