আন্তর্জাতিক ডেস্ক:
ইসলামি প্রজাতন্ত্র ইরান আবারো সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানে উদ্বেগ প্রকাশ করে বলেছে, দেশটি থেকে অবিলম্বে তুর্কি সেনা প্রত্যাহার করতে হবে। সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সব দেশকেই সম্মান দেখাতে হবে বলে মন্তব্য করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, “যদিও সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই এবং আঞ্চলিক স্থিতিশিলীতা ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টা শান্তিকামী একটি দেশের গুরুত্বপূর্ণ ও অপরিবর্তনীয় পররাষ্ট্রনীতি; তারপরও কোনো দেশের কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরামর্শ না করেই সামরিক অভিযানের মাধ্যমে সে দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের পক্ষে যুক্তি দেখানো উচিত নয়।”
তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে অন্য দেশের সার্বভৌত্বকে গুরুত্বহীন করে তোলা গ্রহণযোগ্য নয়।
ইরানের মুখপাত্র বলেন, “সিরিয়ায় তুরস্কের সামরিক বাহিনীর টানা উপস্থিতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারো জটিল করতে তুলতে পারে। উত্তর সিরিয়ায় তুর্কি সেনা অভিযান বেসামরিক ও নিরপরাধ মানুষ হত্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এ পরিপ্রেক্ষিতে সিরিয়া থেকে শিগগিরি সেনা প্রত্যাহার করা জরুরি হয়ে পড়েছে।”
গত ২৪ আগস্ট থেকে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছে। তবে এ বিষয়ে সিরিয়ার অনুমতি নেয় নি দেশটি। সিরিয়া সরকার এর বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। এছাড়া, আমেরিকা ও রাশিয়াসহ বিশ্বের বহু দেশ উদ্বেগ প্রকাশ করে সেনা তুর্কি সেনা অভিযান বন্ধের কথা বলেছে।