নিজস্ব প্রতিবেদক :
শনিবার দুপুর দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, শুক্রবার আব্দুল বাতেনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।
শুক্রবার দুপুরে ওই কারখানায় অগ্নিকাণ্ডে তিন ব্যক্তি দগ্ধ হন। অপর দুজন হলেন, হুমায়ুন কবির (১৭) ও আব্দুল মজিদ (২৫)। এর মধ্যে হুমায়ুন কবিরের দেহের ৫২ শতাংশ ও আব্দুল মজিদের দেহের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছে।