স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিবাদের ঠাঁই হবে না। যে কোনো মূল্যে জঙ্গি দমনের মাধ্যমে বাংলাদেশকে একটি শান্তি ও সমৃদ্ধির দেশ হিসেবে গড়ে তোলা হবে।’
শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্টি বার এসোসিয়েশন মিলনায়তনে ‘সার্ক কালচারাল সোসাইটির উদ্যোগে মৈত্রী উৎসব-২০১৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, ‘কাঁটা তারের বেড়া দিয়ে বন্ধুত্ব ও ভালোবাসা বন্ধ করা যাবে না। বাংলাদেশের উন্নয়নে স্বাধীনতা যুদ্ধকাল থেকেই ভারত সব সময় আমাদের পাশে ছিল এবং থাকবে।’
তিনি দুই বিদেশি হত্যার কথা উল্লেখ করে বলেন, ‘শিগগিরই হত্যার মূল রহস্য জাতির কাছে উদঘাটন করা হবে। যারা এর সাথে জড়িত তাদেরকে সনাক্ত করা হয়েছে। হোসাইনী দালানে যারা গ্রেনেড হামলা করেছে তারা একাত্তরের ঘাতক-দালাল যুদ্ধাপরাধীদের দোসর।’