স্পোর্টস ডেস্ক :
জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে দিমিত্রি পায়েতের ট্যাকলে হাঁটুতে চোট পেয়েছিলেন। তারপর থেকেই মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো।
রিয়াল মাদ্রিদ রোনালদোকে ছাড়া দুটি লিগ ম্যাচেই অবশ্য জয় পেয়েছে। কিন্তু রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদের খেলা কিংবা জয় কি আর দলটির সমর্থকদের পূর্ণ আনন্দ দিতে পারে? তাই তো রিয়াল সমর্থকদের মনে প্রশ্ন- কবে ফিরছেন রোনালদো?
রিয়াল সমর্থকদের জন্য স্বস্তির খবর, শিগগিরই মাঠে ফিরছেন রোনালদো। শুক্রবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রিয়ালে অনুশীলনের একটি ছবি পোস্ট দিয়ে রোনালদো লিখেছেন, ‘শিগগির’। যদিও ফেরার নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি তিনবারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী ১০ সেপ্টেম্বর লা লিগার ওসাসুনার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচ দিয়েই মাঠে ফেরার প্রবল সম্ভাবনা আছে রোনালদোর। এর চার দিন পরেই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে রোনালদোর প্রাক্তন ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে খেলবে জিদানের দল।