আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন সামরিক বাহিনীতে গত দুই বছরে জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ৪৩ শতাংশ বেড়েছে। ২০১৪ এবং ২০১৫ সালে এর আগের দুই বছরের তুলনায় এ দুর্ঘটনা বেড়েছে বলে নতুন এক তদন্ত প্রতিবেদনে জানা গেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এ তদন্ত চালানো হয়।
মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজ সাম্প্রতিক দু’টি এফ/এ-১৮ হর্নেট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তুলে ধরে এ ধরনের ঘটনা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে। এ ঘটনায় একজন পাইলট নিহত হয়। ফক্স নিউজের ব্যাখ্যায় বলা বলেছে, অপর্যাপ্ত প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশের অভাব এবং পুরনো বিমান বহর এ সব দুর্ঘটনার জন্য দায়ী।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলতি বছর মার্কিন নৌবাহিনীর চারটি এফ/এ-১৮সহ মোট নয়টি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। ২০১৪-১৫ সালে মার্কিন সামরিক বাহিনীর সব বিভাগে ৩৩টি জঙ্গিবিমান বিধ্বস্ত হলেও ২০১২-১৩ সালে বিধ্বস্ত হয়েছিল মাত্র ২৩টি।
ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়গুলো তুলে ধরেন মার্কিন কংগ্রেসের আর্মড সার্ভিসেস কমিটির রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্য ম্যাক থর্নবেরি।
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা বৃদ্ধির জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন তিনি। ব্যয় বাড়ানোর কথা বিবেচনা না করে আমেরিকার বাইরে অধিক হারে মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ওবামা; এতেই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা বেড়ে গেছে বলে দাবি করেন তিনি।
থর্নবেরি বলেন, আফগানিস্তান বা ইরাকে অতিরিক্ত সেনা পাঠানোর জন্য ওবামা বাড়তি খরচ দাবি করেন না। বরং প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং সেনা প্রস্তুতি খাত থেকে বাড়তি খরচ মেটানো হয়; ফলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।