আন্তর্জাতিক ডেস্ক:
দারিদ্রপীড়িত ইয়েমেনে রাজতান্ত্রিক সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। দেশটির সা’দা প্রদেশে নতুন করে দুটি হামলায় এক নারীসহ তিনজন নিহত হয়েছে।
এদিকে, রাজধানী সানার দক্ষিণে বাকিম এলাকায় সৌদি জঙ্গিবিমানের হামলায় বেশ কয়েকজন হাতহত হয়েছে বলে আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা খবর দিয়েছে। এছাড়া, ওয়াদি আল-জাবাল জেলায় সৌদি বিমানের হামলায় আরো এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এর পাশাপাশি ওয়াদি আল-ধাবিয়ান জেলায় বেসামরিক একটি গাড়িতে সৌদি জঙ্গিবিমান হামলা চালালে তিনজন আহত হয়েছে।
ইয়েমেনি স্নাইপারদের হামলায় সৌদি আরবের দুই সেনা নিহত হওয়ার পর সৌদি জঙ্গিবিমানগুলো ইয়েমেনে বিক্ষিপ্ত হামলা চালায়। সৌদি আরবের আসির প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী শহর আর-রাবুয়ায় ইয়েমেনি স্নাইপারদের গুলিতে ওই দুই সেনা নিহত হয়। এ শহরের একটি সেনা ক্যাম্পে ইয়েমেনের যোদ্ধাদের গাইডেড মিসাইল হামলায় সৌদি বাহিনীর একটি গাড়ি ধ্বংস হয়েছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।