আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র একশ’র বেশি গেরিলা নিহত কিংবা আহত হয়েছে। তুরস্কের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলে এ সংঘর্ষ হয়।
তুরস্কের সামরিক বাহিনী আজ (শনিবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। তবে কতজন গেরিলা মারা গেছে এবং কতজন আহত হয়েছে তা পরিষ্কার করে বলা হয় নি। সাম্প্রতিক বছরগুলোতে পিকেকে-বিরোধী অভিযানে একদিনে এত বেশি সংখ্যক গেরিলা আর নিহত হয় নি।
তুরস্কের সেনাবাহিনী রক্তক্ষয়ী ক্ষতির মুখে পড়ার পর এ অভিযান চালায়। গত ২৪ ঘণ্টায় তুরস্কের অন্তত ১৩ সেনা নিহত হয়েছে। এর মধ্যে আজ (শনিবার) সকালে হাক্কারি প্রদেশে পিকেকে গেরিলা-বিরোধী অভিযানের সময় তিন সেনা মারা গেছে। এ সময় আহত হয় ২০ সেনা। এছাড়া, শুক্রবার ভান ও মারদিন প্রদেশে মারা গেছে ১০ সেনা। মারদিন প্রদেশে একজন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যও মারা গেছে।
গত বছরের জুলাই মাস থেকে তুর্কি সরকার পিকেকে গেরিলাদের সঙ্গে অস্ত্রবিরতির চুক্তি বাতিল করে সামরিক অভিযান শুরু করেছে। এতে এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষ, বহু গেরিলা এবং সাড়ে তিনশ’র বেশি সেনা মারা গেছে।