আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার কয়েকটি গ্রামকে দায়েশ মুক্ত করেছে তুরস্ক সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। সিরিয়ার উত্তরাঞ্চলীয় এসব গ্রাম এতদিন উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে ছিল।
গতকাল শেষ বেলায় তুর্কি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, কথিত ফ্রি সিরিয়ান আর্মির সশস্ত্র ব্যক্তিরা ১০ গ্রাম থেকে দায়েশ জঙ্গিদের হটিয়ে দিয়েছে। এ সব গ্রাম তুর্কি সীমান্তের কাছে অবস্থিত।
এ ছাড়া, তুর্কি জঙ্গি বিমানগুলো দায়েশের দু’টি অবস্থান ধ্বংস করে দিয়েছে। এই দুই এলাকা সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত। গত ১১ দিনের অভিযানে তুর্কি বাহিনী দায়েশের প্রায় ৩০০ অবস্থান লক্ষ্যে আঘাত হেনেছে।
এর আগে তুরস্কের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে,নতুন করে ২০ ট্যাংকসহ তুর্কি সাঁজোয়া বহর সিরিয়ায় ঢুকেছে। কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালাতে এ বাহিনী উত্তর সিরিয়ায় ঢুকেছে।