আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের রাজধানী নয়াদিল্লিতে দৈনিক গড়ে তিনটি করে শিশু যৌন নির্যাতনের শিকার হয়। গত বছরের তথ্যের ভিত্তিতে আজ(রোববার) এ খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র দেয়া তথ্যের ভিত্তিতে এতে বলা হয়েছে, গত বছর দিল্লিতে মোট ৯২৭ শিশু ধর্ষণের শিকার হয়েছে। অবশ্য পুলিশ ও শিশু অধিকার কর্মীরা বলছেন, শিশু ধর্ষণের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
গত বছর যে সব শিশু ধর্ষণের শিকার হয়েছে তাদের মধ্যে ৫৮৫ জনের বয়স ১৬’এর নিচে। এ ছাড়া, ৯৫ শতাংশ শিশুকে ধর্ষণ করেছে তাদের পরিচিতরা।
পুলিশ দাবি করছে, অভিযুক্ত সবাইকেই গ্রেফতার করা হয়েছে। অবশ্য পুলিশ বলেছে, শিশু নির্যাতকদের বিচার করা খুব সহজ সাধ্য নয়। নানা ধরণের কর্মসূচি নেয়ায় শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতন বা ধর্ষণের ঘটনা থানায় জানানোর প্রবণতা খানিকটা বেড়েছে। কিন্তু এখনো এ সব ঘটনার বিরুদ্ধে অভিযোগের মাত্রা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছে নি বলে স্বীকার করেছে দিল্লি পুলিশ।