নিজস্ব প্রতিবেদক :
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। দলটির নেতারা বলছেন, মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্তির পথে আরও একধাপ এগিয়ে গেল। বারবার ফাঁসিতে ঝুলানো হলেও তাদের অপরাধের পাপ কমবে না।
শনিবার রাতে মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর হওয়ার পর এক তাংক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির নেতারা এ সব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকরের মধ্য জাতি কলঙ্কমুক্তির পথে আরও একধাপ এগিয়ে গেল। আমরা আশা করি শেখ হাসিনার নেতৃত্বে পর্যায়ক্রমে সকল যুদ্ধাপরাধীর বিচার এবং রায় কার্যকর করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলা হবে।’
দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মীর কাসেম আলী একজন কুখ্যাত রাজকার যে মুক্তিযুদ্ধে গণহত্যায় নেতৃত্ব দিয়েছিল। কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে এরা রাজনৈতিক ও সামাজিক ভিত গড়ে তুলেছিল।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে যে এই কুখ্যাত যুদ্ধাপরধীরা মহান মুক্তিযুদ্ধে কি বর্বরতা করেছিল। বারবার ফাঁসিতে ঝুলানো হলেও তাদের অপরাধের পাপ কমবে না। কিন্তু তারপরও একজন মুক্তিযোদ্ধার সন্তান, রাজনীতিবিদ এবং স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি এই রায়ে সন্তুষ্ট।’