নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ বিভিন্ন মামলার ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও মিজানুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়ায় ৬ জন, তালায় ৫ জন, কালীগঞ্জে দুইজন, শ্যামনগরে একজন, আশাশুনিতে ১১ জন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটা থানায় একজন রয়েছে। এদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।