নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ধানমন্ডিতে পুলিশের গুলিতে এক সন্দেহভাজন ছিনতাইকারী নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরও একজন।
আজ মঙ্গলবার সাকলে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারী চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে জানান, ভোর ৬টার দিকে পল্টন এলাকায় সাদা রঙের একটি টয়োটা গাড়িকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। এসময় থামার সংকেত দিলে চালক না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। পরে টহল পুলিশের গাড়ি পিছু নেয়।
গাড়িটি কলাবাগান ও নিউ মার্কেট এলাকা ঘুরে ধানমন্ডির ৩ নম্বর রোডে পৌঁছানোর পর পুলিশের গাড়ি ওই গাড়ির পথ আটকে দেয়। তখন ছিনতাইকারীরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি করে। এ সময় দুজন গুলিবিদ্ধ হয়। আরেকজনকে পুলিশ ধরে ফেলে।
ওসি আবু বকর সিদ্দিক জানান, সাগর ও হযরত আলী নামের গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। সাগরের বুকে ও হযরত আলীর পায়ে গুলি লেগেছিল। গ্রেপ্তার আরেকজনের নাম আবুল বাশার বলে জানান ওসি।
আটক আবুল বাশার আগেও ছিনতাইয়ের অভিযোগে শাহবাগে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। কিন্তু পরে জামিনে বেরিয়ে এসে ফের অপরাধে জড়ান।
এক পশ্নের জবাবে ওসি বলেন, ইডেন কলেজের এক ছাত্রী রিকশায় করে কল্যাণপুরে যাওয়ার সময় ধানমন্ডি এলাকায় ওই রকম একটি গাড়ি থেকে তার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে ওই ছাত্রীকে পেলে তার সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হতে পারব তারাই মেয়েটির ব্যাগ ছিনিয়ে নিয়েছে কিনা।