নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাউজান নোয়াপাড়া জোনাল অফিসের আওতাধীন একটি খুঁটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। খুঁটিটির অর্ধকিলোমিটার এলাকায় নোয়াপাড়া জোনাল অফিসের অবস্থান।
চট্টগ্রামের রাউজানের বাণিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথেরহাটের মিডিয়া ভবন ঘেঁষা ঝুঁকিপূর্ণ এই বৈদ্যুতিক খুঁটিটির সঙ্গে একাধিক বিদ্যুৎ সংযোগ লাইন তার সঙ্গে ক্যাবল নেটওয়ার্কের তার এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা প্রকাশ করছেন স্থানীয় লোকজন।
অভিযোগ রয়েছে, পল্লী বিদ্যুতের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে ডিশ ব্যবসায়ীরা তাদের সংযোগের তারসহ টিনের কৌটা ঝুলিয়ে রাখেন। খুঁটির সঙ্গে বসানো ডিশের মেশিনে বিদ্যুৎ সংযোগও করা হয় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে।
খুঁটির পার্শ্ববর্তী মিয়াজী হাড়ভাঙ্গা চিকিৎসালয়ের ব্যবসায়ী নাজিম উদ্দিন মিয়াজী বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার সময় সব সময় আতঙ্ক মাথায় নিয়ে কাজ করি। খুঁটিটির উপরিভাগে ডিশ লাইনের তারসহ বিদ্যুৎ সংযোগের তারগুলো এমনভাবে জড়িয়ে আছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা বৈদ্যুতিক খুঁটি থেকে ক্যাবল নেটওয়ার্কের সংযোগগুলো অপসারণ করে সম্ভাব্য দুর্ঘটনার হাত থেকে তাদের রক্ষার জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ের দৃষ্টি কামনা করেন। এব্যাপারে বক্তব্য জানার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি-২ নোয়াপাড়া জোনাল অফিসের পরিচালক জিন্নাত আলীর কাছে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তাকে মোবাইলে একাধিকবার চেষ্টা করেও বক্তব্যের জন্য পাওয়া যায়নি।