ক্রীড়া প্রতিবেদক :
তাসকিনের বোলিং অ্যাকশন বৈধ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস গতকালই নিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কোচ ও অধিনায়ক আজ আনুষ্ঠানিকভাবে তাসকিনকে নিয়ে মুখ খুললেন।
রোববার মিরপুরে সংবাদ সম্মেলনে প্রথমে চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘সত্যি বলতে বিশ্ব ক্রিকেটের যেকোনো দল তাসকিনের দক্ষতায় উপকৃত হবে। সে আমাদের অন্যতম সেরা বোলার। সে আবারও আমাদের দলে ফিরে এসেছে। তার নিষেধাজ্ঞা উঠে যাওয়া নিশ্চিতভাবে আমাদের জন্য স্বস্তির খবর।’
কোচের সঙ্গে সুর মিলিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাসকিন ‘গুরু’ মাশরাফি বলেন, ‘তাসকিনের ফিরে আসা আমাদের ক্রিকেটের জন্য ভালো খবর। কোচও একটু আগে বললেন তাসকিনের মত স্কিলফুল বোলার যেকোনো টিমের জন্য গুরুত্বপূর্ণ। সে আমাদের জন্য অনেক কিছু মিন করে। সে প্রমাণ করে ফিরেছে এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তাসকিন আন্তর্জাতিক ক্রিকেট যেখান থেকে শেষ করেছিল ওখান থেকেই আবারও শুরু করতে পারবে।’
শুধু তাসকিন না আরাফাত সানীও বোলিং অ্যাকশনের বৈধতা পেয়েছেন। সানীকে নিয়ে কোচ বলেছেন, ‘তাসকিনের থেকে সানীর অ্যাকশনে অনেক পরিবর্তন আনতে হয়েছে। ঘরোয়া ক্রিকেটে তাকে আমরা খেলাতে চাচ্ছি। সেখানে নতুন অ্যাকশনে অভ্যস্ত হয়ে উঠুক ও। এরপর তার পারফরম্যান্স মূল্যায়ন করে তাকে জাতীয় দলে ফেরানো হবে।’
বোলিং অ্যাকশনের বৈধতা পেতে গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে পরীক্ষা দিয়েছিলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানী । ১৪ দিন পর পরীক্ষার ফল পেয়েছে দুজনই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার সময় তাসকিন ও আরাফাত সানীর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। সে সময় ভারতের চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তারা। ব্যর্থ হওয়ায় গত মার্চ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিল তাদের বোলিং।