Monday , 23 December 2024
নিউজ টপ লাইন
পূর্ব এশিয়ার সামরিকীকরণ: আমেরিকাকে সতর্ক করল রাশিয়া

পূর্ব এশিয়ার সামরিকীকরণ: আমেরিকাকে সতর্ক করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:  

উত্তর-পূর্ব এশিয়াকে ব্যাপকভাবে সামরিকীকরণের বিরুদ্ধে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, উত্তর কোরিয়ার কথিত হুমকিকে অজুহাত হিসেবে ব্যবহার করে আমেরিকা যেন দক্ষিণ কোরিয়ায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন না করে।

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ল্যাভরভ আরো বলেন, বিশ্বব্যাপী নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অংশ হিসেবে উত্তর-পূর্ব এশিয়ায় এ ব্যবস্থা মোতায়েন করতে চায় ওয়াশিংটন। কিন্তু মস্কোর পক্ষে তা মেনে নেয়া সম্ভব নয়।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব পক্ষকে উত্তেজনার বিস্তার রোধ করতে হবে। সেইসঙ্গে ছয়-পক্ষীয় আলোচনা পুনরুজ্জীবিত করে কূটনৈতিক উপায়ে কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যার সমাধান করতে হবে।

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া বেশ কয়েক দফা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ং’র এ আচরণকে ‘উসকানিমুলক’ অভিহিত করে দেশটির সম্ভাব্য আগ্রাসন মোকাবিলার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ায় অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। রুশ পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনের সে সিদ্ধান্ত বাস্তবায়নের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

উত্তর কোরিয়ার পরমাণু সমস্যার সমাধানের লক্ষ্যে চীন, জাপান, দুই কোরিয়া, রাশিয়া ও আমেরিকাকে নিয়ে ২০০৩ সালে ছয়-পক্ষীয় আলোচনা শুরু হয় যা ২০০৯ সাল পর্যন্ত চলে। কিন্তু এরপর আর আলোচনা অব্যাহত না রেখে উত্তর কোরিয়ার ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সর্বশেষ নিউজ

ফেসবুক পেইজ The Daily Neighbour

ডেইলি নেইবার আর্কাইভ

September 2016
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Scroll To Top