আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয় সেনাবাহিনী আলেপ্পো নগরীর উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ পুনরায় দখল করেছে।
সিরিয় সেনাবাহিনী এবং সন্ত্রাসী গোষ্ঠী উভয়ই শরণার্থী শিবির হানদারাত পুনরায় দখলের বিষয়টি নিশ্চিত করেছে। সিরিয়ার আল-ইখবারিয়া টেলিভিশন চ্যানেল এবং কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও এ বিষয়টি নিশ্চিত করেছে।
শরণার্থী শিবির দখলের লড়াইয়ে ফিলিস্তিন শরণার্থীরা সিরিয় বাহিনীকে সহায়তা করেছে । এদিকে কথিত সিরিয়ার অবজারভেটরি বলেছে, রুশ এবং সিরিয় বিমান বাহিনীর প্রচণ্ড বোমাবর্ষণের কারণে এ শিবিরটি পুনরায় দখল করা সম্ভব হয়েছে।
সরকারি বাহিনীর বিমান হামলায় পৃথক ভাবে ২৫ ব্যক্তি নিহত হয়েছে বলে জানানো হয়েছে। অবশ্য সরকারি বাহিনী বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা অস্বীকার করেছে।
গত বৃহস্পতিবার এ অভিযান শুরু হয়েছে এবং পূর্ব পরিকল্পনা তা এগিয়ে চলেছে বলে সিরিয় সামরিক সূত্র থেকে জানানো হয়। অভিযানে সুনির্দিষ্ট লক্ষবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানতে সক্ষম এমন সব অস্ত্র ব্যবহার হচ্ছে বলেও জানানো হয়েছে।