আজ রোববার সকালে উপজেলার বালিয়াডাঙ্গি এলাকায় পদ্মা নদীর পাড়ে আধা কিলোমিটার এলাকা জুড়ে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় সহস্র্রাধিক পুরুষ, মহিলা ও শিশু অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, অবসর প্রাপ্ত শিক্ষক ওয়াসেল শিকদারসহ স্থানীয় রাজনীতিবিদ ও গণ্যমান্যরা ক্ষতিগ্রস্থ মানুষের দাবীর সাথে একাত্বতা প্রকাশ করে কর্মসূচীতে অংশ নেন।
স্থানীয়রা জানায়, গত ১০ বছর যাবত ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪টি ইউনিয়ন পদ্মা নদীতে ভাঙ্গছে, অথচ এই পর্যন্ত সরকার ভাঙ্গন প্রতিরোধে দৃশ্যত কোন পদক্ষেপ নেয় নাই। এই মুহুর্তে পদ্মা নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা না নেয়া হলে উপজেলা সদর, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা নদী গর্ভে চলে যাবে। তাদের দাবী নদী ভাঙ্গন রোধে দ্রুত যেন ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।