আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়া বলেছে, আমেরিকার বিরুদ্ধে প্রয়োজনে আগাম পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে পিয়ংইংয়ং। উত্তর কোরিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তা লি ইয়ং পিল মার্কিন চ্যানেল এনবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
উত্তর কোরিয়র মধ্যপাল্লার মাসুদান ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর এ হুমকি দেয়া হলো। তিনি বলেন, আগাম পরমাণু হামলার ওপর আমেরিকারই একচ্ছত্র অধিকার থাকতে এমন নয়। আমেরিকা যদি উত্তর কোরিয়ার ওপর এ রকম হামলা চালাতে চায় তবে পিয়ংইয়ং প্রথমেই তা করবে । আগাম হামলা চালানোর মতো প্রযুক্তি উত্তর কোরিয়ার আছে বলে জানান তিনি।
তিনি বলেন, আমেরিকার পরমাণু বোমার লক্ষ্যবস্তু হওয়ায় অব্যাহত কষ্টের মুখে পড়েছে উত্তর কোরিয়। এ ছাড়া, দেশটির নেতা কিম জং উনকে সরিয়ে দেয়ার জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ায় আমেরিকার নামছে বলেও মনে করে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার উপকূলে মার্কিন পরমাণু বোমা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ দিয়ে উত্তর কোরিয়া, তার রাজধানী এবং দেশটির প্রিয় নেতাকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত মার্কিন পরমাণু বোমার হুমকি বিরাজ করব ততক্ষণ পর্যন্ত পিছু হটবে না উত্তর কোরিয়া