Monday , 23 December 2024
নিউজ টপ লাইন
টার্গেট রাশিয়া, রণতরী কিনছে জার্মানি

টার্গেট রাশিয়া, রণতরী কিনছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক:

জার্মানি অন্তত পাঁচটি ব্রান্সউইক শ্রেণীর যুদ্ধজাহাজ কিনবে। ১৫০ কোটি ইউরো ব্যয়ে এ সব রণতরী কেনার অনুমোদন দিয়েছে দেশটির সংসদ। আগামী পাঁচ বছরের মধ্যে এ সব রণতরী কেনা হবে।

বর্তমানের জার্মান নৌবাহিনীর পাঁচটি একই শ্রেণীর রণতরী রয়েছে। নতুন পাঁচ রণতরীর মধ্যে দু’টি ২০১৯ সালের মধ্যে জার্মান নৌবাহিনীর অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।-ওয়েবসাইট

বাল্টিক তীরবর্তী অঞ্চল, ভূমধ্যসাগরসহ সামগ্রিক ভাবে বিশ্বের নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় এ সব রণতরী কিনছে বার্লিন। জার্মান দৈনিক সুডেউটসশে জেইটুং এ খবর দিয়েছে।

দৈনিকের খবরে আরো বলা হয়েছে, পাঁচ যুদ্ধজাহাজ কেনাসহ জার্মান নৌবাহিনীর আধুনিকায়নকে হয়ত রাশিয়ার প্রতি বার্লিনের সংকেত হিসেবে গণ্য করা হবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সর্বশেষ নিউজ

ফেসবুক পেইজ The Daily Neighbour

ডেইলি নেইবার আর্কাইভ

October 2016
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Scroll To Top