স্পোর্টস ডেস্ক :
একের পর এক পায়ের যাদু দেখিয়েই যাচ্ছেন বার্সেলোনা তারকা ফুটবলার লিওনেল মেসি। লা লিগার প্রায় সব রেকর্ডই একে একে নিজের দখলে নিয়ে নিচ্ছেন তিনি। এবার আরও একটি অনন্য রেকর্ড যোগ হল আর্জেন্টাইন এই তারকার মুকুটে।
ঘরের মাঠে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখন মেসির। এই রেকর্ড করে তিনি ছাড়িয়ে গেছেন অ্যাথলেটিক বিলবাওয়ের কিংবদন্তি তেলমো জারাকে।ঘরের মাঠে সবচেয়ে বেশি ১৭৯টি গোল করার রেকর্ড দীর্ঘদিন ধরে ছিল জারার দখলে। শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে একটি গোল করে সেটি নিজের দখলে নিয়েছেন মেসি। লা লিগায় বার্সেলোনার মাঠে মেসি এখন ১৮০ গোলের মালিক।
শনিবার লা লিগায় দেপোর্তিভোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের করা দুর্দান্ত থ্রো থেকে জালে বল পাঠিয়ে নতুন ইতিহাস রচনা করেন মেসি। ম্যাচে ৪-০ গোলে জয় পায় বার্সেলোনা।
তবে, ঘর ও ঘরের বাইরে মাঠ মিলিয়ে লা লিগায় সবচেয়ে বেশি গোল করা ও করানোর রেকর্ড আরো আগেই এসেছে মেসির দখলে। ৩৫৪টি ম্যাচ খেলে মেসি করেছেন ৩১৭ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩০টি।
লা লিগায় ঘরের মাঠে সবচেয়ে বেশি গোল করার তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর নাম আছে চতুর্থ স্থানে। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদো করেছেন ১৫০ গোল। ১৫১ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন রিয়ালের কিংবদন্তি আলফ্রেড ডি স্টেফানো।