নিজস্ব প্রতিবেদক :
সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থও উদ্ধার করা হয়।
আটককৃতরা অধ্যাপক আলী হোসেনের হত্যায় সরাসরি জড়িত ছিল বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তাদের নাম ও পরিচয় জানানো হয়নি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আজ বেলা ১১টার দিকে মিরপুরে র্যাব-৪ এর কার্যালয়ে প্রেস বিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর রাজধানীর ভাষানটেক থানার বনানী ওল্ড ডিওএইচএসের একটি নির্মাণাধীন ভবন থেকে আলী হোসেনের (৬৮) লাশ উদ্ধার করে পুলিশ।