স্পোর্টস ডেস্ক :
‘বয়স শুধুমাত্র একটি সংখ্যা, আপনি কিভাবে নিজেকে পরিচিত করবেন সেটা মানুষ আপনার পরিপক্বতা ও চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে প্রমাণ পাবে।’
হাসিব হামিদ। ইংল্যান্ড ক্রিকেটের নতুনতর সংযোজন। বয়স ১৯ বছর ২৭৫ দিন। এ বয়সে ব্রিটিশ মিডিয়া হাসিব হামিদকে নিয়ে যতটা আলোচনা করেছে তা অন্য কোনো ক্রিকেটারের ক্ষেত্রে হয়নি। আলোচনায় উঠে আসার কারণ হাসিম হামিদের পারফরম্যান্স। ২০টি প্রথম শ্রেণির ক্রিকেটে হাসিব হামিদের রান ১৪৫৫। গড় ৪৮.৫০। শুধু তাই নয় তার ব্যাটিংয়ে শুদ্ধতার কারণে তাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটিং গ্রেট জিওফ্রি বয়কটের নাম ধরে হাসিবকে ডাকা হচ্ছে ‘বেবি বয়কট’ নামে।
ব্যাটিংয়ে লং স্ট্রাইক, উচুঁতে খেলা, বলের কাছাকাছি যাওয়া, লিভ, অ্যাকুরেসি, স্ট্যাইলে হাসিব হামিদ অনন্য। প্রস্তুতি ম্যাচে ২৬২ মিনিট উইকেটে থেকে ৫৭ রান করে নিজের আগমণী বার্তা জানিয়েছেন ল্যাঙ্কাশায়ারের এ ব্যাটসম্যান। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১৫ ম্যাচে ৫২.৪৫ গড়ে ৪টি সেঞ্চুরিসহ করেছেন ১১৫৪ রান। কম বয়সে ১ হাজার রান করার রেকর্ড তো তার আছেই। এ ছাড়া ল্যাঙ্কাশায়ারের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ইয়র্কশায়ারের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ডটা ডানহাতি এ ব্যাটসম্যানের দখলে। উইকেটে টিকে থাকতে দারুণ পটু হাসিব। কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাসিব বল খেলেছেন ২৮৫৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস ন্যাশ খেলেছেন ২১৭৪ বল। যা হাসিবের থেকে ১১৪ ওভার কম! সত্যিই তাই।
যেই হাসিবকে নিয়ে এত আলোচনা সেই হাসিব চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলে সুযোগ পাননি। বাংলাদেশে আসার সুযোগও হয়নি। সেই হাসিবই এবার টেস্ট ক্যাপ পেতে যাচ্ছেন। সব কিছু ঠিকঠাক থাকলে ইংল্যান্ডের ৬৭২তম টেস্ট ক্রিকেটার হবেন হাসিব। সেক্ষেত্রে তিনি হবেন ইংল্যান্ডের পঞ্চম সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার, ১৯৪৯ সালের পর প্রথম ‘টিন-এজার’। ১৯০৫ সালের পর ২১ বছরের নিচে কেউ ওপেনিং করেননি ইংল্যান্ডের হয়ে।
সবকিছুই হাসিব হামিদের পক্ষে। বৃটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী ২০ অক্টোবর থেকে শুরু হওয়া চট্টগ্রাম টেস্টে কুকের সঙ্গী হচ্ছেন তরুণ ক্রিকেটারই। ক্রিকেটে শুদ্ধতা যারা খুঁজে বেড়ান তারা চট্টগ্রাম টেস্টে চোখ রাখুন। মুগ্ধতা ছড়ানো হাসিব মুগ্ধ করবে আপনাকেও!