বিনোদন প্রতিবেদক : বলিউড সুপার স্টার দীপিকা পাড়ুকোন ও রণবীরের সম্পর্কে পাটল দেখা দিয়েছে। জানা যায়, ইতিমধ্যেই দু’জনের মাঝে নাকি বেশ কিছুটা দুরত্বও তৈরি হয়েছে। শোনা যাচ্ছে দীপিকা এখন বেশি সময় দিচ্ছেন নিজের কেরিয়ার গড়ার কাজে। আগের মতো রণবীরকে আর তেমন সময় দিচ্ছেন না। ভিন ডিজেলের সঙ্গে জ্যান্ডার কেজের কাজে আপাতত বিদেশে আছেন দীপিকা। রণবীরের ঘনিষ্ট সূত্রে জানা যায়, রণবীরের সাথে বিদেশ থেকে তেমন যোগাযোগ করছেন না দীপিকা। এতে রণবীরের রেগে আছেন দীপিকার উপর।
এদিকে কয়েকদিন হল মুক্তি পেয়েছে রণবীরের নতুন ছবি ‘বেফিকরে’র ট্রেলার। বি-টাউনে বাণী কাপুর ও রণবীরের কেমিস্ট্রি নিয়ে জোর গুঞ্জনও উঠেছে। দর্শক নাকি ট্রেলারেই চুমো গুনতে গুনতে ক্লান্ত। তবে কথা হলো এত আলোচনা-সমালোচনা সব থেকেই অনেকটা দূরে রয়েছেন দীপিকা। রণবীরকে একবারের জন্য ফোন করে বলেননি যে কেমন হয়েছে ট্রেলারটি। রণবীরের রাগ করার এটাও একটা বড় কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।