স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসি কী পারেন, তা বোধ হয় অজানা নয় কারোরই। বার্সেলোনার প্রাণভোমরার শক্তিমত্তা নিয়ে বেশ অবহিত দলটির কোচ পেপ গার্দিওলা। বুধবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে চ্যাম্পিয়নস লিগের খেলায় বার্সেলোনার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ওই ম্যাচের আগেই জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে দুই শিবিরে।
প্রতিপক্ষ দলের সেরা তারকাকে নিয়ে ভাবতে হয়, এটাই স্বাভাবিক। সে হিসেবে মেসিকে থামানোর জন্য ছক আঁটছেন সিটি কোচ গার্দিওলা। কারণ সাবেক শিষ্য মেসিকে কীভাবে আটকাতে হয়, সেটা তিনি ভালোই জানেন। এমন মন্তব্য করেন ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার ইলকি গান্ডোগান।
পাঁচবারের বর্ষসেরা মেসিকে নিয়ে বেশ সতর্ক সিটি শিবির। তবে বার্সা ও মেসিকে নিয়ে গার্দিওলার ধারণা থাকায় সিটির কাজটা সহজ হবে বলে মনে করেন জার্মানির তারকা গান্ডোগান। বলেন, ‘এটা আমাদের জন্য বড় সুবিধা যে পেপ গার্দিওলা আমাদের প্রতিপক্ষ (বার্সা) সম্পর্কে জানেন। তাদের কৌশল, ক্লাব, স্টেডিয়াম সম্পর্কে বেশ অবহিত। এমনকি গার্দিওলা জানেন, মেসিকে কীভাবে আটকাতে হয়।’