নিজস্ব প্রতিবেদক : ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টাঙ্গাইলের এক স্কুলছাত্রকে দুই বছরের সাজা দেয়ার ঘটনায় সখিপুরের ইউএনও ও ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই ছাত্রকে দেয়া সাজাকে অবৈধ ঘোষণা করে ঘটনাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন ।
গত ১৭ই সেপ্টেম্বর টাঙ্গাইল-৮ আসনের সাংসদ অনুপম শাহজাহানকে নিয়ে স্কুলছাত্র সাব্বিরের একটি মন্তব্যের জেরে তাকে দুই বছরের সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকারী সখিপুর ইউএনও মো. রফিকুল ইসলাম।
গত ২০ সেপ্টেম্বর একটি ইংরেজি দৈনিকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনের কপি আইনজীবী খুরশীদ আলম খান আদালতের নজরে আনেন।
এরপর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে সখিপুরের ইউএনও ও ওসির কাছে ব্যাখ্যা চান। একইসঙ্গে কারাদ-প্রাপ্ত স্কুলশিক্ষার্থীকে আদালত জামিনে মুক্তির নির্দেশও দেন।
সে অনুযায়ী গত ২৭ সেপ্টেম্বর ইউএনও-ওসি দ-ের বিষয়ে আদালতে ব্যাখ্যা দেন। ব্যাখ্যা শুনে এ বিষয়ে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য ছিল। ঘোষিত রায়ে পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়ার পাশপাশি ওই ইউএনও মো. রফিকুল ইসলাম এবং ওসি মাকসুদুল আলমকে পরবর্তীতে ঢাকা বিভাগের বাইরে বদলির নির্দেশ দেয়া হয়েছে।