নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন শেষে অবৈধভাবে অবস্থানকারী হাজিদের বিরুদ্ধে অভিযান শুরু করছে সৌদি আরব। অভিযানকালে কোনো হাজি ধরা পড়লে ৫০ হাজার রিয়েল জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হবে। শুধু তাই নয়, অবৈধভাবে অবস্থানকারী হাজিদের আশ্রয়দাতাদেরকেও ১ লাখ রিয়েল জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দেয়া হবে। সৌদি আরব থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউদি গেজেটে এসব তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়, সৌদি আরব সরকার চলতি বছরের হজ ফ্লাইট সমাপ্তির ঘোষণা করেছে। এ বছর ৩ হাজার ৬৭০টি ফ্লাইটে মোট ৮ লাখ ৪৬ হাজার ৪০০ হজযাত্রী সৌদি আরব ছেড়ে গেছেন।
দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ এ বছর হাজিদের জন্য বিমানবন্দরে ১৪টি প্যাসেঞ্জার হল, ১০টি পোর্টেবল ব্রিজ, ৪২০টি কাউন্টার, ১৬টি কাস্টমস অপারেশন ও ৪০টি নামাজের স্থানের ব্যবস্থা করেছিল। এছাড়া বিমানবন্দরে একসঙ্গে ৪৭টি বিমান ওঠানামা ও ঘণ্টায় ৩ হাজার ৮০০ হজযাত্রীর দ্রুত ইমিগ্রেশনের ব্যবস্থা রাখা হয়। হজ টার্মিনালে সাড়ে ৪০০ হজযাত্রী রাখার মতো আবাসিক হোটেলেরও সুব্যবস্থা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত রোববার (১৭ অক্টোবর) সর্বশেষ ৪০৯ জন হাজি দেশে ফিরেছেন। ওই ফ্লাইটটিই ছিল হজযাত্রী পরিবহনের শেষ ফ্লাইট। এর মধ্য দিয়ে চলতি বছর লক্ষাধিক হজযাত্রী দেশে ফিরেছেন এবং হজ কার্যক্রমের পরিসমাপ্তি ঘটছে বলে জানিয়েছেন আশকোনা হজ অফিসের সহকারী পরিচালক আবদুল মালেক।
উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ পালন করেন। তাদের মধ্যে সৌদি আরবে ৮১ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে পুরুষ ৬২ ও নারী ১৯ জন।