নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত থানা আওয়ামী জনতা লীগের সভাপতি শেখ স্বাধীন মনির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মনিরের বাবার নাম মোসলেম শেখ, বাড়ি ফতুল্লা খানার রসুলপুর গ্রামে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ফতুল্লার পাগলা ওয়াসা এলাকায় দুর্বৃত্তরা শেখ স্বাধীন মনির হোসেন ও তার স্ত্রী মেঘলা এবং মেঘলার বড় বোন পারভীন আক্তার রেখাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহত অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
মনির হোসেনের ভাগিনা আশরাফ জানান, পূর্ব বিরোধের জের ধরেই মঙ্গলার রাত সাড়ে ১০টায় শেখ স্বাধীন মনির হোসেন তার স্ত্রী মেঘলা এবং মেঘলার বড় বোন রেখাকে নিয়ে এক আত্মীয়র বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পাগলা ওয়াসা লেগুনা এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেন মীরু বাহিনীর লোকজন তাদের পথরোধ করে। এ সময় সন্ত্রাসীরা প্রথমে মনির হোসেনকে এলোপাথাড়ি কোপায়। তখন তার স্ত্রী মেঘলা এবং মেঘলার বড় বোন রেখা চিৎকার করলে সন্ত্রাসীরা তাদেরও কোপায়। এসময় আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রাতে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকালে মারা যান মনির।
জানা যায়, সম্প্রতি পাগলা রসুলপুর এলাকায় ডিশ ব্যবসার আধিপত্য নিয়ে স্থানীয় লিটন ও মীর হোসেন মীরু গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সময় লিটনের পক্ষে মনির হোসেন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মীরুর ভাগিনার পরিচালিত শাকিল ক্যাবল টিভি নেটওয়ার্ক নামে ডিশ ব্যবসার অফিস ভাংচুর করা হয়। এতে লিটনসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মীরু বাহিনীর এক সদস্য বাদী হয়ে মনির হোসেনসহ ১০ জনের নামে মামলা দায়ের করেন।
এর আগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে মীরু নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছে। তার অবতর্মানে ভাগিনা শাকিল বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন বলে স্থানীয়রা জানান।