নিজস্ব প্রতিবেদক :
বুধবার দুপুর ১টা ২০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। সুনামগঞ্জের কাছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানানো হয়েছে।
কম্পনের মাত্রা মৃদু হওয়ায় বেশিরভাগ মানুষ তা টের পাননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভূমিকম্পের কথা জানিয়ে স্ট্যাটাস দেন।