স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলতে অপেক্ষা করতে হয়েছিল প্রায় ১০ মাস। আর টেস্টের জন্য অপেক্ষা করতে হলো এক বছরেরও বেশি সময়। দীর্ঘ ১৪ মাস ১৮ দিন পর কাল আবারও টেস্টে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল।
এটিই টাইগারদের সাদা পোষাকে সবচেয়ে দীর্ঘতম বিরতি। টেস্ট খেলার জন্য এর আগে কখনোই এতটা অপেক্ষা করতে হয়নি বাংলাদেশ দলকে। আগামীকাল ইংল্যান্ডের টেস্ট সিরিজ দিয়েই অবসান হতে যাচ্ছে দীর্ঘ দিনের অপেক্ষার।
আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড। বাংলাদেশ সময় সকাল ৯টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি।
বাংলাদেশ দল সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিল গত বছরের ৩ আগস্ট। সেবার টাইগারদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচ প্রথম দিন মাঠে গড়ালেও শেষ চার দিন বৃষ্টিতে ভেসে যায় ম্যাচটি। এরপর আর মাঠে নামা হয়নি মুশফিক বাহিনীর।
দীর্ঘ বিরতির পর ফেরা এই টেস্টে বাংলাদেশ দলে থাকছে একের পর এক নতুন চমক। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টির নিয়মিত মুখ সাব্বির রহমানও।
বিপক্ষ শিবিরে পেস আক্রমণ গড়ার নিয়ত চেষ্টায় এবার ডাকা হয়েছে তরুণ পেসার কামরুল ইসলাম রাব্বি। ফিরেছেন দারুণ ফর্মে থাকা পেসার শফিউল ইসলামও। এ টেস্টে থাকছেন অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম। সুযোগ পেয়েছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান।
গত বছরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সে টেস্টের থেকে স্কোয়াডে পরিবর্তন আসছে ছয়টি। বাংলাদেশের সবশেষ টেস্ট স্কোয়াড ছিলেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান, বর্তমান সময়ের একমাত্র লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন, নাসির হোসেন, লিটন কুমার দাস, মোহাম্মদ শহীদ, ও পেসার রুবেল হোসেন। তবে এই সিরিজে দলে ডাক পাননি এদের মধ্যে কেউই।
১৪ সদস্যের এ দলে থাকছেন দুজন মাত্র পেসার । অপরদি একাদশে তিন স্পিনার খেলানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন নির্বাচকরা।
প্রথম টেস্টের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেট রক্ষক ), তামিম ইকবাল (সহকারি অধিনায়ক) , ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসান। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।