বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনের আলোচিত নাম নাজনীন আক্তার হ্যাপি। গত দুই বছর ধরে বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। কাজের মাধ্যমে যতটা আলোচনায় এসেছেন, তারচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ক্রিকেটার রুবেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে। তবে এখন মিডিয়া থেকে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছেন তিনি।
আবারো খবরের শিরোনাম হ্যাপি। তবে এবার প্রেম নয়, তার বিয়ের খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। প্রকাশিত খবরে জানানো হয়েছে, সোমবার রাতে মিরপুরের রূপনগরে বিয়ে হয় হ্যাপির। বিয়ের পর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মিষ্টি বিতরণও করা হয়। হ্যাপির বর মিরপুরের একটি মাদ্রাসার শিক্ষক। বিয়ের সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদমাধ্যমে হ্যাপির বোন শারমিন আক্তার পপি বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। পপি জানিয়েছেন, সুন্নতি তরিকায় বিয়ে হয়েছে হ্যাপি আপুর। কিন্তু হ্যাপি বিষয়টি অস্বীকার করে ফেসবুক পেজে লেখেন : ‘‘আমার বিয়ে হয়নি! আমার বাসার লোকদের মাধ্যমে জানতে পারলাম ‘গোপনে বিয়ে সারলেন হ্যাপি’ এই শিরোনামে নিউজ যাচ্ছে! ভেবেছিলাম বিষয়টা পাত্তা দেব না কিন্তু এত বাড়াবাড়ি হচ্ছে যে, অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে!’’
তিনি আরো লেখেন : ‘এবার আসল ঘটনায় আসি! বিয়ের যে নিউজ হচ্ছে, যে তারিখ ও সময় উল্লেখ করে, সেটা আসলে বিয়ে নয়। আমাকে বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে এসেছিল। পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা হয়েছে তবে তা পাকা কথাবার্তা নয়। আর কাবিনটাবিন অনেক পরের কথা। আল্লাহ চাইলে বিয়ে হবে, না হলে না। দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালগুলোর কাছে একটা অনুরোধ- পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো খবর প্রকাশ করবেন না। আল্লাহ যেদিন আমার বিয়ের ফায়সালা করবেন সেদিনই জানিয়ে দেব ইনশাআল্লাহ!’
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক হ্যাপির ঘনিষ্ট এক বান্ধবী বলেন, ‘হ্যাপির বিয়ে হয়েছে। তবে সে এখন তার পরিবারের সঙ্গেই আছেন। মাদ্রাসায় থাকেন না।’
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন চলচ্চিত্র পরিচালক বলেন, ‘হ্যাপির বাসা আমার বাসার কাছে। হ্যাপি ও তার বোন একসঙ্গে থাকে। তার সঙ্গে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে। সে বিয়ে করেনি। বিয়ে করলে আমি জানতাম।’
এ দিকে হ্যাপির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সব মিলিয়ে হ্যাপির বিয়ের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অনেকে মনে করছেন, মিডিয়ায় আলোচনায় থাকার জন্যই এমন কৌশল নিয়েছেন হ্যাপি। তবে খুব শিগগিরই বিষয়টি খোলাসা হবে বলে হ্যাপির পরিচিতজনেরা মনে করছেন।