Monday , 23 December 2024
নিউজ টপ লাইন
২০০ কোটি ডলারে রাশিয়ার কাছ থেকে ভারত নিচ্ছে ২য় পরমাণু ডুবোজাহাজ

২০০ কোটি ডলারে রাশিয়ার কাছ থেকে ভারত নিচ্ছে ২য় পরমাণু ডুবোজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : ভারত রাশিয়ার কাছ থেকে দ্বিতীয় পরমাণু ডুবোজাহাজ সংগ্রহ করছে। এটি ২০২০-২১ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হবে। আজ(বৃহস্পতিবার) ভারতীয় সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, দীর্ঘ আলোচনার পর ২০০ কোটি ডলারের এ সংক্রান্ত চুক্তি সই করেছে রাশিয়া এবং ভারত। আকুলা-২ শ্রেণীর ডুবোজাহাজটি ভারতকে লিজ হিসেবে দেয়া হবে।

গোয়ায় ৮ম ব্রিকস শীর্ষ সম্মেলনের অবকাশে চলতি মাসের ১৫ তারিখে এ সংক্রান্ত চুক্তি সই করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কিন্তু এ চুক্তির বিষয়টি এর আগে প্রকাশ করা হয় নি। বিষয়টি সরাসরি ভারতীয় প্রধানমন্ত্রীর দফতরাধীন কৌশলগত মঞ্চের আওতায় থাকায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং নৌবাহিনী এ নিয়ে কোনো তথ্য দেয় নি। কিন্তু রুশ দৈনিক ভেদোমোস্তির কলামিস্ট আলেক্সি নিকোলস্কি এ সংক্রান্ত খবর প্রথম প্রকাশ করেন।

ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে আইএনএস চরকা নামের আকুলা ২ শ্রেণীর একটি পরমাণু ডুবোজাহাজ রয়েছে। ২০১২ সালের ৪ এপ্রিল এটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। আকুলা ২ শ্রেণীর এ ডুবোজাহাজটিও রাশিয়ার কাছ থেকে ১০ বছরের লিজ নেয়া হয়েছিল।

আকুলা ২ শ্রেণীকে বিশ্বের অত্যাধুনিক ডুবোজাহাজ হিসেবে বিবেচিত হয় না। এ সত্ত্বেও এ শ্রেণীকে অন্যতম সর্বাধুনিক পরমাণু ডুবোজাহাজ হিসেবে গণ্য করা হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সর্বশেষ নিউজ

ফেসবুক পেইজ The Daily Neighbour

ডেইলি নেইবার আর্কাইভ

October 2016
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Scroll To Top