আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি বা পার্মা দেশটিতে ভারতীয় টেলিভিশন এবং বেতার অনুষ্ঠান প্রচারের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করেছে। পার্মার বিবৃতিতে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা চলতি মাসের ২১ তারিখ থেকে কার্যকর হবে। পাকিস্তানের সব স্যাটেলাইট চ্যানেল এবং রেডিও স্টেশনকে এ অনুযায়ী কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
রাজধানী ইসলামাবাদে পার্মার ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ভারতে পাকিস্তানি অনুষ্ঠান প্রচার বন্ধের জবাবে অনুরূপ পদক্ষেপ নেয়ার জন্য এর আগে পার্মার প্রতি আহ্বান জানিয়েছিল ইসলামাবাদ সরকার।
পাকিস্তানের কোনো টেলিভিশন বা বেতার কেন্দ্র নিষেধাজ্ঞা অমান্য করলে কারণ দর্শানো ছাড়াই সংশ্লিষ্ট কেন্দ্রের লাইসেন্স বাতিল করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে কেবল মারফত ভারতীয় অনুষ্ঠান প্রচারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।