আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনের আল-ওয়েফাক ন্যাশনাল সোসাইটির উপ মহাসচিব শেখ হোসেইন আদ-দাহি বলেছেন, “বাহরাইনের মাটিতে ইহুদিবাদীদের কোনো জায়গা হবে না।” বাহরাইনের রাজতান্ত্রিক শাসক গোষ্ঠীর আমন্ত্রণে ইসরাইলের একটি প্রতিনিধি মানামা সফর করবে বলে খবর বের হওয়ার পর শেখ হোসেইন আদ-দাহি এ কথা বললেন।
তিনি বলেন, বাহরাইনে ইহুদিবাদীদের স্বাগত জানানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত সম্পূর্ণ অবৈধ এবং তা বাহরাইনের জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন নয়। এ সরকার বাহরাইনের জনগণের দ্বারা নির্বাচিত নয়; সে কারণে এরা বাহরাইনের জনগণের প্রতিনিধিত্বও করে না। বাহরাইনের জনগণের নামে কাজ করার কোনো অধিকার এ সরকারের নেই।
বাহরাইনের ফুটবল ফেডারেশনের সভাপতি আলী বিন খলিফা আলে খলিফা সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, আগামী মে মাসে বাহরাইনে অনুষ্ঠেয় ফিফা কংগ্রেসে অংশ নেয়ার জন্য ইসরাইলের একটি প্রতিনিধিদলকে অনুমতি দেয়া হয়েছে। এ সম্পর্কে শেখ হাসেইন আদ-দাহি বলেন, বাহরাইনের জনগণ কখনো ফিলিস্তিনি মুসলিমদের জন্য ইসরাইলের সৃষ্ট দুঃখ-দুর্দশা ও আল-আকসা মসজিদের কথা ভুলে যাবে না। তিনি জোর দিয়ে বলেন, বাহরাইনের জনগণ ফিলিস্তিনি জনগণের পাশেই রয়েছে।