আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার মন্ত্রিসভার সদস্য হিসেবে তিন ভারপ্রাপ্ত মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতিমন্ত্রী পদত্যাগ করলে ওই তিন পদ শূন্য হয়।
প্রেসিডেন্ট রুহানি বুধবার আলাদা ডিক্রি জারি করে মোহাম্মাদ বাতহায়িকে শিক্ষামন্ত্রী, আব্বাস সালেহিকে সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনামন্ত্রী এবং নাসরুল্লাহ সাজ্জাদিকে যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
ওই তিন মন্ত্রণালয় থেকে আগের তিন মন্ত্রী যথাক্রমে আলী জান্নাতি, মাহমুদ গুদারজি ও আলী আসগার ফানি মঙ্গলবার একযোগে পদত্যাগ করেন।
ইরানের সংবিধানের ১৩৫ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো মন্ত্রী পদত্যাগ করলে প্রেসিডেন্ট তার স্থলাভিষিক্ত নিয়োগ করবেন। নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে সর্বোচ্চ তিনমাস দায়িত্ব পালন করতে পারবেন। এ সময়ের মধ্যে ওই মন্ত্রীকে পার্লামেন্টের অনুমোদন লাভ করতে হবে।
পার্লামেন্ট প্রেসিডেন্টের নিয়োগ দেয়া মন্ত্রীর প্রতি অনাস্থা জানালে প্রেসিডেন্ট দ্বিতীয় কোনো ব্যক্তিকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন এবং তার নাম অনুমোদনের জন্য পার্লামেন্টে পাঠাবেন। মঙ্গলবার পদত্যাগ করা তিন মন্ত্রী ২০১৩ সালে ইরানের পার্লামেন্ট- মজলিসে শুরায়ে ইসলামির অনুমোদন লাভ করেছিলেন। প্রেসিডেন্ট রুহানির মন্ত্রিসভা শক্তিশালী করার লক্ষ্যে তারা পদত্যাগ করেছেন বলে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে।