বিনোদন ডেস্ক : ২০১১ সালে স্বামী জেমি হিঞ্চের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন মার্কিন সুপারমডেল কেট মস। ৪২ বছর বয়সী এই তারকা ১৪ বছর বয়সী কন্যার মা হওয়া স্বত্বেও প্রেম করছিলেন ফটোগ্রাফার প্রেমিক নিকোলাই ভন বিসমার্কের সঙ্গে। শোনা গেছে, সেই প্রেমে বিচ্ছেদ ঘটালেন কেট মস। কারণ প্রেমিকের বেপরোয়া পার্টির আসক্তি।
বিদেশি গণমাধ্যমের সূত্র থেকে জানা যায়, গত কয়েক মাস ধরে দু’জনের মধ্যে ঝগড়াঝাঁটি চলছিল। নিকোলাসের বেপরোয়া জীবনযাত্রা, শুধু পার্টি করার ঝোঁক নাকি কেটের আর পছন্দ হচ্ছিল না।
কেউ আবার বলছেন, কেটের মেয়ে লিলার সঙ্গে নিকোলাসের সম্পর্ক ভাল ছিল না। লিলা নাকি নিকোলাসকে পছন্দই করত না। তাই অনেকে বলছেন, মেয়ের কথা ভেবেই নিকোলাসের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন কেট।