Monday , 23 December 2024
নিউজ টপ লাইন
সন্তানের নাম ঠিক করলেন সাইফ-কারিনা

সন্তানের নাম ঠিক করলেন সাইফ-কারিনা

বিনোদন ডেস্ক :  ‘মাদারহুড’ ভীষণভাবেই উপভোগ করছেন অভিনেত্রী কারিনা কাপূর। ফের বাবা হওয়ার আনন্দে খানিকটা উত্তেজিত সাইফ আলি খানও। মাঝে মধ্যেই বেরিয়ে পড়ছেন শপিং-এ। নিভৃতে সময়ও কাটাচ্ছেন।

বেবি বাম্পে প্রায়শই দেখা যাচ্ছে কারিনাকে। মা হতে চলার অনুভূতির কথা প্রকাশ্যে জানিয়েছেন কারিনা। সন্তানের কথা ভেবে পাল্টে ফেলেছেন খাদ্যাভ্যাস, পোশাকও।

এবার সন্তানের নাম কী রাখবেন, তা-ও ঠিক করে ফেলেছেন এই তারকা দম্পতি। কারিনা জানিয়েছেন, সন্তানের নাম ইতিমধ্যেই ভেবে ফেলেছেন সাইফ। একটা মজার নাম ঠিক করেছে সাইফ। সাইফ-কারিনার সন্তানের নাম ‘সাইফিনা’। তবে সত্যিই সন্তানের নাম এটাই রাখা হবে কিনা, তা নিশ্চিত করে জানাননি বেবো।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সর্বশেষ নিউজ

ফেসবুক পেইজ The Daily Neighbour

ডেইলি নেইবার আর্কাইভ

October 2016
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Scroll To Top