আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব যখন তার দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে নৃশংসতা ও যুদ্ধাপরাধ চালাচ্ছে তখন সৌদি পাইলটদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটেন। দেশটির লিবারেল ডেমোক্র্যাট পার্টির বরাত দিয়ে লন্ডন থেকে প্রকাশিত দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এ খবর প্রকাশ করেছে।
ওই পার্টির মুখপাত্র টম ব্রেক ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের একটি সংসদীয় চিঠি হাতে পাওয়ার কথা উল্লেখ করে বলেছেন, ওই চিঠিতে মন্ত্রী স্বীকার করেছেন ইয়েমেনে বোমাবর্ষণরত সৌদি পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটিশ সরকার। লন্ডনের এ পদক্ষেপকে ‘লজ্জাজনক’ আখ্যায়িত করে অবিলম্বে এ প্রশিক্ষণ বন্ধ করে দিতে তিনি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
লিবারেল ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র বলেন, “এই হত্যা মিশনে সহযোগিতা থেকে ব্রিটিশ সরকারকে বিরত থাকতে হবে। ব্রিটিশ সরকার শুধু সৌদি পাইলটদের অস্ত্র দিচ্ছে না সেইসঙ্গে প্রশিক্ষণও দিচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক।”
ব্রেক বলেন, ব্রিটিশ সরকার যখন মানবাধিকার রক্ষার দাবি করে তখন একটি দেশের নিরীহ মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়া পাইলটদের প্রশিক্ষণ দিতে পারে না।
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নির্মূল করার পাশাপাশি পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি আরব গত বছরের মার্চ মাস থেকে ইয়েমেনে বর্বরোচিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে। পাশবিক এ হামলায় এখন পর্যন্ত প্রায় ১০,০০০ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। এসব হতভাগ্য মানুষের মধ্যে অন্তত ২,০০০ শিশু রয়েছে।