আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল আরো অন্তত তিনটি পরমাণু ডুবোজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এগুলোকে ইসরাইলি নৌবহরের পুরনো ডুবোজাহাজের স্থলাভিষিক্ত হবে। পুরনো ডুবোজাহাজগুলো ১৯৯৯ সাল থেকে ইসরাইলি নৌবাহিনীতে তৎপর রয়েছে।
ইসরাইলি সংবাদপত্র মা’রিভ এ খবর দিয়েছে। এতে আরো বলা হয়েছে, জার্মানি থেকে ১৩০ কোটি ডলার ব্যয়ে তিনটি ডলফিন শ্রেণির ডুবোজাহাজ কেনার ‘গোপন’ পরিকল্পনা করেছে তেল আবিব। এ শ্রেণির ডুবোজাহাজ পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র বহন করতে এবং ছুঁড়তে পারে।
জার্মানির কাছ থেকে ছয়টি ডুবোজাহাজ কেনার চুক্তি আগেই করেছে ইসরাইল। আগের চুক্তির আওতায় শেষ ডুবোজাহাজটি আগামী বছর ইসরাইলকে সরবরাহ করার কথা রয়েছে।
দৈনিকটির খবরে বলা হয়েছে, নতুন ডুবোজাহাজগুলো আরো বেশি আধুনিক এবং উন্নত যন্ত্রপাতি সজ্জিত থাকবে। অবশ্য ইসরাইলি যুদ্ধ মন্ত্রণালয় এ খবরের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করছে।
ইহুদিবাদী ইসরাইলের কাছে ১০০ থেকে ২০০টি পরমাণু বোমা আছে। এ ছাড়া, এ সব বোমা ছোঁড়ার জন্য সমপরিমাণ ক্ষেপণাস্ত্রও আছে তেল আবিবের।