আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত ইসমাইল আউল্দ শেইখ আহমেদ এ আহ্বান জানিয়েছেন। সৌদি আরব ইয়েমেনের এ যুদ্ধবিরতি বহুবার লঙ্ঘন করা সত্ত্বেও এ আহ্বান জানানো হলো।
শেইখ আহমেদ বলেন, ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে এবং লড়াইরত সব পক্ষের উচিত এর মেয়াদ আরো অন্তত তিনদিন বাড়ানো। শনিবার মধ্যরাতে যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
বুধবার মধ্যরাত থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সৌদি আগ্রাসী বোমা হামলার মুখে আটকে পড়া মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার লক্ষ্যে এ যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল।
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নির্মূল করার পাশাপাশি পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি আরব গত বছরের মার্চ মাস থেকে ইয়েমেনে বর্বরোচিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে। পাশবিক এ হামলায় এখন পর্যন্ত প্রায় ১০,০০০ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। এসব হতভাগ্য মানুষের মধ্যে অন্তত ২,০০০ শিশু রয়েছে।