আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সেনা বাহিনীর গুলিতে আহত বিএসএফ জওয়ান গুরনাম সিংয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার হিরানগর সেক্টরে হামলা চালায় পাক সেনারা। ওই হামলায় পাক সেনাদের ছোড়া স্নিপার এসে বিদ্ধ হয় গুরনামের শরীরে। খবর অল ইন্ডিয়ার।
গুরুতর আহত অবস্থায় গুরনামকে জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রথম থেকেই জানিয়েছিলেন গুরনামের অবস্থা বেশ আশঙ্কাজনক।
গুরনামকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করেছেন চিকিৎকরা। কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ করে গতকাল থেমে গেছে গুরগুরনামের লড়াই। জীবনযুদ্ধে পরাজিত হলেন এই জওয়ান।