নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২০তম সম্মেলন চলাকালে শাহবাগ এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মামুনসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আবু বক্কর জানান, আটকদের মধ্যে দশজন হকার এবং পকেটমার। অপর আরেকজন শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তার নাম মামুন। তিনি সম্মেলনের পাশ ছাড়া ভেতরে ঢোকার চেষ্টা করেন। তবে মামুনের দাবি, তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন।
তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, মামুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি।