আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি। এখন খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনী প্রচারণায় এখন পর্যন্ত এগিয়ে আছেন হিলারি। হিলারির চেয়ে পিছিয়ে থাকার কথা স্বীকার করেছেন ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার কেল্যানি কনওয়ে।
তবে এই পিছিয়ে থাকাটা তেমন কোনো সমস্যা নয় এবং এই পরিস্থিতি থেকেও জেতা সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি। খবর বিবিসির। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি ইউটাহ এবং আরিজোনায় প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো জিতে যেতে পারে হিলারি ক্লিনটনের ডেমোক্র্যাট দল।
এই পরিস্থিতি চোখে পরছে প্রায় পুরো দেশজুড়েই। নিউহ্যাম্পশায়ারের প্রভাবশালী পত্রিকা ইউনিয়ন লিডার শত বছরের প্রথা ভেঙ্গে এবার রিপাবলিকান দলকে সমর্থন করছে না। পত্রিকাটির প্রকাশক জো ম্যাককুইড বলছেন, ‘আমি মনে করি এবার সঠিক কাজটিই করছি। এর ফলে আমাদের ক্ষতি স্বীকারও করতে হতে পারে।’
শেষ জনমত জরিপ অনুযায়ী, ৪৭ শতাংশ মানুষের সমর্থন রয়েছে সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটনের স্ত্রীর ক্ষেত্রে। হিলারির প্রচার সংস্থার হিসাব অনুযায়ী, এবার সবচেয়ে বেশী ভোটার তাদের মত জানাতে আসবে ৮ নভেম্বরের নির্বাচনে। আর এদের অধিকাংশই হিলারিকে ভোট দিয়ে জিতিয়ে দেবে বলে মনে করেন তারা।