স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে ইউরোপিয়ান ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন বুটের পুরস্কার জেতেন লুইস সুয়ারেজ। লিভারপুল থেকে বার্সেলোনায় আসার পর দাপিয়ে খেলছেন তিনি। মেসি ও নেইমারের সঙ্গে মিলে একের পর এক গোল করে নিজের সেরাটা জানান দিয়ে চলছেন উরুগুইয়ান তারকা।
পাঁচ বছর আগে সুয়ারেজকে দলে টেনে নেয় ইংলিশ জায়ান্ট লিভারপুল। অ্যানফিল্ডে নিজেকে বিশ্বমানের স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেন উরুগুইয়ান স্ট্রাইকার। এরপর ২০১৪ সালে পাড়ি জমান স্বপ্নের ক্লাব বার্সেলোনায়।
কাতালান ক্লাব বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে ১০৯ ম্যাচে প্রতিপক্ষের জালে সুয়ারেজের গোল ৯৪টি। বার্সার হয়ে কখনো এভাবে নিজের সেরাটা দিতে না পারলেও ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সুয়ারেজ জানান, ‘বার্সেলোনায় আমার সব স্বপ্ন সত্যি হয়েছে এবং আমি আশাবাদী ক্যারিয়ারের বাকি সময়টা এখানেই কাটাতে পারব। কিন্তু সর্বোচ্চ লেভেলে খেলে যেতে হবে। অবশ্যই কোনো এক সময় আয়াক্সে ফিরে যেতে চাই। আয়াক্স ক্লাবটিই আমাকে ইউরোপে বিখ্যাত করেছে।’
আমস্টারডামের ক্লাব আয়াক্সের হয়ে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত খেলেছেন সুয়ারেজ। ওই সময়ে ক্লাবটির জার্সিতে ১০০ গোল করেছেন তিনি। মূলত ওই ক্লাবটির হয়েই উরুগুইয়ান সুয়ারেজের আসল সুয়ারেজ হয়ে ওঠা।